চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার একটি রড তৈরির কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে ওই এলাকার জিপিএইচ ইস্পাত নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন মো. মোস্তফা (২৫) ও মো. রিফাত (২৫)। মোস্তফার বাড়ি কারখানা এলাকায় এবং রিফাতের বাড়ি পাশের মিরসরাই উপজেলায়। তারা দুজন ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কারখানাটিতে কাজ করতেন।
কারখানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে লিফট ছিঁড়ে নিচে পড়ে দুজন আহত হন। কারখানার অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করেন। পরে আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মোস্তফার মৃত্যু হয়। আর বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাতও মারা যান।
দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :