বেনাপোল বন্দর থেকে গাজীপুরে পাঠানোর সময় ২৫ কোটি অধিক একটি আমদানি করা কাপড়ের চালান চুরির ঘটনায় চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। এ সময় আরো উদ্ধার করা হয় ১০০ রোল কাপড়।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল গাজীপুরের আমদানিকারক লাইলা স্টাইলের ১০৪ রোল কাপড় (যার অনুমান মূল্য ২৫ কোটি ৯ লাখ টাকা) ভারত থেকে আমদানি করেন। পণ্য চালানটি বেনাপোল বন্দর থেকে মেসার্স খলিলুর রহমান এন্ড সন্স নামের একটি সিএন্ডএফ এজেন্ট ছাড় নিয়ে একটি কাভার্ড ভ্যানে (ট্রাক) গাজীপুরে পাঠানো হয়। এই প্রতিষ্ঠানের ম্যানেজার বুলবুল আহম্মেদ (৫০) গাজীপুরে পৌঁছে দেওয়ার জন্য তার পূর্ব পরিচিত রাজিব হাওলাদার (৩৬) সাথে যোগাযোগ করলে সে উক্ত মালামাল পৌঁছে দিতে রাজি হয়।
পরে রনি (৩৮) নামের একজন ড্রাইভার দিয়ে বন্দর থেকে কাভার্ড ভ্যান লোড করে। ওই কাভার্ড ভ্যানে পণ্য চালানের সাথে ওই সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার বুলবুল আহম্মেদ চালকের পাশে বসে গাজিপুরে রওয়ানা হন। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে বেনাপোলের কাগজপুকুর এলাকায় পৌঁছালে পূর্ব থেকে অবস্থানরত রাজিবসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তাদের কাভার্ড ভ্যানকে থামানোর জন্য ইশারা করলে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়।
এরপর ড্রাইভার রনি গাড়িতে থাকা ছুরি দিয়ে বাদীকে প্রাণনাশের ভয় দেখিয়ে চুপচাপ নেমে যেতে বলে। এ সময় রাজিব ও অন্যান্যরা গাড়ির দরজা খুলে বাদীকে চড়থাপ্পড় দিয়ে টেনে হিচড়ে নামিয়ে দেয় এবং হুমকি দিতে থাকে যদি কোনো প্রকার চিৎকার করে তবে প্রাণে মেরে ফেলবে। পরবর্তীতে তারা ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিভিন্ন স্থানে খোজাখুজি করে মালামালসহ ট্রাকটির সন্ধান না পেয়ে ৯ এপ্রিল বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।
এ ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের আটকে যশোর পুলিশ সুপারের নির্দেশনায় বেনাপোল পোর্ট থানার (ওসি) মো. রাসেল মিয়ার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), এসআই অলক কুমার দে সহ ডিবি ও থানা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম গত ৯ এপ্রিল অভিযান পরিচালনা করে খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকা হতে কাভার্ড ভ্যানটি উদ্ধার পূর্বক জব্দ করেন। পরে শনিবার (১২ এপ্রিল) অন্য এক অভিযানে ঢাকা জেলার সাভার এলাকার একটি কলোনী হতে মামলার ১নং আসামি রনি প্রকাশ ওরফে মাছুম বিল্লাহ রনিকে গ্রেপ্তার করে।
এ সময় তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার অপর সহযোগীদের নাম, ঠিকানা প্রকাশ করে। তার দেওয়া তথ্যমতে, গত শনিবার আর এক অভিযানে সাতক্ষীরা সদর থানার রসুলপুর এলাকা হতে অন্য আসামি শিবলুর রহমান (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে সাতক্ষীরা সদর থানার বিসিক সংলগ্ন বিনোরপোতা এলাকা হতে ১০০ রোল কটন ফেব্রিক্স উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত ও অন্যান্য পলাতক আসামিরা পরস্পর যোগসাজোশ পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত ঘটনা ঘটিয়েছে। তারা পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে পলাতক আসামি আটকে পুলিশী অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :