মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির বর্ধিত সভা অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ১০:৩৯ পিএম

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর নাসিরাবাদস্থ এয়াকুব ট্রেড সেন্টারে এলডিপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি, শিল্পপতি এম. এয়াকুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলার আওতাধীন উপজেলা ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক এবং এলডিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নেতারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত, সুশৃঙ্খল ও বেগবান করতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম) যেকোনো কর্মসূচি ঘোষণা করলে দক্ষিণ জেলা এলডিপির নেতাকর্মীরা রাজপথে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে থাকবে।

নেতারা আরও জানান, দেশের স্বাধীনতা, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এলডিপির নেতাকর্মীরা প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এলডিপি অগ্রণী ভূমিকা পালন করবে।

বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, এলডিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, চন্দনাইশ পৌর এলডিপির সভাপতি এম. আইনুল কবির, সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, দোহাজারী পৌর এলডিপির সভাপতি লিয়াকত আলী, সদস্য সচিব আ. ন. ম. সালাহউদ্দিন, জামাল উদ্দিন, পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা এলডিপির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ খান, উত্তর সাতকানিয়া এলডিপির সদস্য সচিব হোসেন উদ্দিন ভূট্টো, বাঁশখালী পৌর এলডিপির সভাপতি আনিসুর রহমান, পটিয়া পৌর এলডিপির যুগ্ম আহ্বায়ক গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. ছৈয়দ, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক একরাম হোসেন, সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী এবং গণতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক হাসান মো. আল মাসুদ, সদস্য সচিব আমিনুল হক তানিম প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। নিষ্ক্রিয় কমিটিগুলো পুনর্গঠন এবং প্রয়াত নেতাদের শূন্যপদ পূরণের সিদ্ধান্তও গৃহীত হয়।

এছাড়া আগামী ৩০ মে’র মধ্যে সকল উপজেলা ও পৌরসভা সম্মেলন সম্পন্ন করার এবং জুন মাসে জেলা সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরবি/একে

Link copied!