বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌ স্কাউটসের ১৩তম নৌ আঞ্চলিক সমাবেশের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী এই সমাবেশ শুরু হয় ৯ এপ্রিল ২০২৫ তারিখে। এতে বাংলাদেশ স্কাউটস এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত নৌ স্কাউটস সদস্যসহ প্রায় ৩৬০ জন স্কাউট, স্বেচ্ছাসেবক, স্কাউট লিডার এবং নৌ ও স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সমাবেশে অংশগ্রহণকারী স্কাউটরা তাবুবাস ছাড়াও পিটি, তাবুকলা, হাইকিং, পাইওনিয়ারিং ও বাঁধা অতিক্রমসহ মোট ১০টি চ্যালেঞ্জে অংশ নেন এবং সফলভাবে সম্পন্ন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। তিনি অংশগ্রহণকারী স্কাউটদের হাতে সনদ তুলে দেন এবং বক্তব্যে বলেন, তরুণ স্কাউটদের লেখাপড়ার পাশাপাশি স্কাউট কর্মসূচির মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
সমাবেশ শেষে স্কাউট সদস্যদের অংশগ্রহণে আয়োজিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট, খুলনা অঞ্চলের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌ আঞ্চলিক সচিব, বাংলাদেশ স্কাউটস এবং এয়ার স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ।
উল্লেখ্য, সমাবেশের উদ্বোধন করেন বানৌজা তিতুমীরের অধিনায়ক ও খুলনা জেলা নৌ স্কাউটসের কমিশনার।
আপনার মতামত লিখুন :