ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক যুবককে অপহরণ করে তার পরিবারের নিকট ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এ ঘটনায় ওই অপহরণকারী চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রোববার (১৩ এপ্রিল) সন্ধায় এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।
গ্রেপ্তার আসামিরা হলেন-দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া আমিনপাড়া এলাকার ফজলু হাওলাদারের ছেলে মো. রমজান ওরপে রঞ্জু (৩৭), মো. ইউনুসের ছেলে মোঃ মিরাজ (২১), আব্দুল হোসেনের ছেলে মো. মাহিম (২৫), আব্দুল হালিমের ছেলে মো. রোহান (১৭) ও মো. আকরাম হোসেনের ছেলে মোঃ সাগর (১৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৩ এপ্রিল ভোর ৬টায় ভুক্তভোগী মো. মোস্তাকিম (২৬) কাজের উদ্দেশ্য খেজুরবাগ এলাকায় তার বাসা থেকে বের হয়।
এরপর সকাল ৮টায় ভুক্তভোগীর ফোন থেকে তার স্ত্রী মৌসুমি (২১) এর ফোনে কল করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কেরানীগঞ্জের মুহুরীপট্টির আজিজ বেকারীর সামনে ডাকে অপহরণকারীরা।
পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যমতে ভুক্তভোগীর স্ত্রী মুহুরীপট্টির একটি পরিত্যক্ত ভবনের ২য় তলায় যায়। সেখানে আসামিরা স্ত্রীর সামনেই ভুক্তভোগীকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী মারধর করে এবং ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
র্যাব আরও জানায়, এরপর আসামিদেরকে বিকাল ৫টায় উক্ত মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে পরিত্যক্ত ওই ভবন থেকে ভুক্তভোগীর স্ত্রী কৌশলে বের হয়ে যায়। এরপর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন তিনি।
পরবর্তীতে অপহরণের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় বিকেল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মুহুরীপট্টি এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে ও অপহরণে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে।
আপনার মতামত লিখুন :