ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ঢাকায় প্রকাশ্যে জোরপূর্বক তুলে নিল ব্যক্তিকে, ভাইরাল ভিডিও

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৭:৩৩ পিএম
উত্তরায় সড়ক থেকে প্রকাশ্যে এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিচ্ছে- ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় সড়ক থেকে প্রকাশ্যে এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

তবে তুলে নিয়ে যাওয়া ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।

আর এই ঘটনায় পুলিশও কোন তথ্য দিতে পারেনি।

ওই ঘটনাটি সামনে এনেছেন শিক্ষার্থী নোমান আহমেদ নাফিজ।

তিনি ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করেছিলেন।

ভিডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

 

শিক্ষার্থী নাফিজ জানায়,  উত্তরার বিএনএস সেন্টারের বিপরীত পাশে সড়কে ওই ঘটনা ঘটে।

ওই সময় পথ দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ওই ব্যাক্তিকে।

ওই ভিডিওতে দেখা যায়, তিন ব্যক্তি ওই ব্যক্তিকে তুলে নিচ্ছেন। ওই ব্যাক্তির মুখে কালো মাস্ক ছিল। তাকে ধাক্কা দিয়ে একটি সাদা প্রাইভেট কারে নেন দুই ব্যক্তি। আর আরেকজন তাদের সহায়তা করেন।

শিক্ষার্থী নাফিজ অভিযোগ করেছেন, কৌশলে মোবাইলে ভিডিওটি ধারণ করে থানায় গিয়েছিলেন। কিন্তু পুলিশের কোন সহায়তা পাননি।

তবে ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেছেন, ঘটনাটি কখন হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কোন অভিযোগও দায়ের হয়নি।
এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।