ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

স্ত্রীকে জবাই করে হত্যার পর ৯৯৯ ফোন স্বামীর

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৮:৩৩ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন স্বামী। নিহত গৃহবধূ শিমু ইসলাম (৩০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধানকুড়া গ্রামের মহান শেখের মেয়ে।

তিনি স্বামী মাইনুদ্দিন সিকদারের (৩৫) সঙ্গে গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ি (শিকদার মার্কেট) এলাকার নূর মোহাম্মদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ঘাতক স্বামী মাইনুদ্দিন সিকদার ভোলা জেলার বোরহানউদ্দিন থানার পক্কিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের পর তিনি নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তাকে আটক করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার  রাতে তাদের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাত আনুমানিক ১টার দিকে মাইনুদ্দিন ৯৯৯-এ ফোন করে স্ত্রীকে হত্যার বিষয়টি জানালে জয়দেবপুর থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তাকে আটক করে।

মাইনুদ্দিন ও শিমুর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দিন ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় রাখা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।