ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

আরসাপ্রধান আতাউল্লাহসহ ৬ জন ফের ৮ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৯:১০ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ৬ জনকে ফের ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার দুপুরে র‌্যাবের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুম শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ জেলা আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে গত ১৮ মার্চ এ আসামিদের দুটি মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ডে পায় পুলিশ। জুনুনি ছাড়া বাকি পাঁচ আসামি হলেন- আরসা’র
সেকেন্ড ইন কমান্ড মোস্তাক আহাম্মদ (৬৬), সদস্য মনিরুজ্জামান (২৪), সলিমুল্লাহ (২৭), মো. আসমত উল্লাহ (২৪) ও মো. হাসান (৪৩)।

গত ১৬ ও ১৭ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লি এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা’র প্রধান জুনুনিসহ ১০ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। পরদিন বিকেলে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে ফরেনার্স আইন ও সন্ত্রাসবিরোধী আইনে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করে সংস্থাটি।