প্রাচীন বাংলার রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত ১৫ দিনব্যাপী ‘বৈশাখী মেলা-১৪৩২ এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হওয়ায় একই সঙ্গে সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফাউন্ডেশন প্রাঙ্গণে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে লোকজ মঞ্চে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ ইলিয়া সুমনা। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য ও জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। এ ছাড়াও সরকারি-বেসরকারি উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত থাকবেন মর্মে আশা করা যাচ্ছে।
এ ছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ফাউন্ডেশন আয়োজিত বৈশাখী মেলা-১৪৩২ ও সুবর্ণজয়ন্তী উৎসব-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
মেলায় দেশসেরা কারুশিল্পীদের হাতের তৈরি জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠ খোদাই শিল্প, পটচিত্র শিল্প, শোলা শিল্প, বাঁশ ও বেতশিল্প ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন ও বিপণনের সুযোগ থাকছে। এ ছাড়াও মেলায় মঞ্চে প্রতিদিন বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, হালখাতা, বায়োস্কোপ, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের ব্যবস্থা থাকছে।
পক্ষকাল ব্যাপী এ মেলা ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।