ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

লক্ষ্মীপুরে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১২:৫৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকঢোল পিটিয়ে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বরণ করা করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় র‍্যালিতে উপস্থিত ছিলেন- জেলার পুলিশ সুপার মো. আক্তার হোসেন, জেলার সিভিল সার্জন আবু হাসান শাহীন, পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন ও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা।

আনন্দ শোভাযাত্রা র‍্যালিটি লক্ষ্মীপুর ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে ফিতা কেটে ৩ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।