ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

শরীয়তপুরে ফের শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ২

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০১:২৪ পিএম
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ছাব্বিশপারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে এক তরুণের হাতের কবজিতে গুরুতর ক্ষতসহ আহত হয়েছেন অন্তত দুজন।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষ ঘটে। এর আগে গত ৫ এপ্রিল জাজিরার বিলাসপুরে সংঘর্ষে একইভাবে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের ঘটল একই রকম ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে মিঠুন ঢালী ও হালিম তালুকদার নামের দুই নেতার অনুসারীদের মধ্যে। বর্তমানে এই দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জসিম তালুকদার ও নুর আলম সরদার।

শনিবার রাতে জসিম পক্ষের লোকজন নুর আলম পক্ষের সজল চোকদারকে মারধর করলে উত্তেজনা ছড়ায়। পরদিন দুপুরে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় বালতিতে করে ককটেল এনে প্রতিপক্ষের দিকে ছুড়তে দেখা যায়। এক পর্যায়ে একটি ককটেল বিস্ফোরিত হয়ে জসিমপন্থি তরুণ সাব্বির খালাসির (১৯) হাতের কবজিতে গুরুতর ক্ষত হয়। তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়।

প্রায় ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, এক পক্ষ টেঁটা, রামদা, ছেনদা, বল্লম, ঢাল-সড়কি নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ, র‍্যাব ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। অভিযানের খবরে পুরুষ সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান, ফলে দুই পক্ষের কারো বক্তব্য মেলেনি।

জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ জানান, “দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং যৌথ বাহিনীর অভিযানও চলে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”