টাঙ্গাইলের বাসাইলে শিল্প প্রতিষ্ঠান লাবীব গ্রুপের উদ্যোগে ১০০ দরিদ্র রোগীর মাঝে ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন রোগে আক্রান্ত ১০০ ব্যক্তির মাঝে নগদ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম। এসময় লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, বিএনপি নেতা সৈয়দ নিজামুল রুপন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে দরিদ্র রোগীদের মাঝে অর্থ বিতরণের এ আয়োজন করায় গ্রুপটির কর্ণধান সালাউদ্দিন আলমগীর রাসেলকে ধন্যবাদ জানাই।
সমাজের বিত্তবানদের এমন কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।