যশোর রেলওয়ে জংশনে মংলাগামী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে দেড় ঘন্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ ছিলো।
জানা গেছে, বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনটি সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে যশোর জংশনে প্রবেশের সময় শেষ বগিটি লাইনচ্যুত হয়। রেলওয়ের উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিটি বিচ্ছিন্ন করে।
যশোর রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, বেলা ১১টা ৪০ মিনিটে বিকল্প লাইন তৈরি করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই বেতনা এক্সপ্রেসের বগিটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।