ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

জয়পুরহাটে পান খাওয়ার নাম করে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৩:৩৪ পিএম
অভিযুক্ত বৃদ্ধ আলম সরদার। ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চকবিলা গ্রামে প্রতিবেশী এক বৃদ্ধ বাড়িতে পান খাওয়ার নাম করে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। গত শনিবার (১২ এপ্রিল) বিকেলে ওই ঘটনাটি ঘটে।

রোববার (১৩ এপ্রিল) সেটি এলাকায় জানাজানি হলে ওই দিন বিকেলে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। অভিযুক্ত ওই বৃদ্ধের নাম আলম সরদার (৫৫)। সে ওই গ্রামের মৃত ছমির মন্ডলের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিশুর বাড়িতে প্রবেশ করে ৮ বছরের ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে আলম সরদার। তখন বাড়িতে কেউ ছিল না। রোববার সকালে ঘটনাটি তার মাকে খুলে বলে ওই শিশু।

এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হয়। বিকেলে অভিযুক্ত আলম সরদার ও তার ভাই ইয়াকুব আলী দিনমজুরীর কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। গ্রামে তারা প্রবেশ করলে স্থানীয় লোকজন আলম সরদারকে ধরে গণধোলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

এরপর শিশুকে নিয়ে তার মা থানায় এসে অভিযুক্ত আলম সরদারের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে মামলা দায়ের করেন। মামলার পর আলম সরদারকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এ মামলার বাদি হয়েছেন শিশুর মা।

আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা বলেন, ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ সোমবার তাকে জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।