চট্টগ্রামের পটিয়ায় মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগে দুই সহোদরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার পটিয়া সার্কেলের একটি বিশেষ টিম। অভিযানে ৯৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসারটেক এলাকায় অবস্থিত ‘শাহ নিজামী ট্রেডার্স’ নামে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা মোশারফ আলী বাড়ির মৃত জালাল আহম্মদের দুই ছেলে: জসিম উদ্দিন বাঁচা (৪২) ও মো. জামাল উদ্দিন মিন্টু (৪৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসারটেক এলাকায় ওই মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন এই দুই সহোদর। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালায় অধিদপ্তরের একটি বিশেষ টিম। অভিযানে জসিম উদ্দিন বাঁচার দেহ তল্লাশি করে ৩৪৯ পিস ইয়াবা এবং তার দেখানো মতে দোকানের ক্যাশবাক্স থেকে আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জসিম উদ্দিন বাঁচা ও জামাল উদ্দিন মিন্টুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া সার্কেলের উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার হওয়া বাঁচা ও মিন্টুসহ তাদের পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। অভিযোগ রয়েছে, তাদের আরেক ভাই জিয়া উদ্দিন বাবলু এই ইয়াবা চক্রের মূল হোতা। তাকে ধরতে আগেও একাধিক অভিযান পরিচালিত হয়েছে।’
তিনি আরও জানান, ‘এর আগেও অভিযানের সময় তাদের পরিবারের সদস্যরা কৌশলে টয়লেটে ইয়াবা ফেলে দেন। এবার গোপন সংবাদের ভিত্তিতে মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে পটিয়া থানা পুলিশের মাধ্যমে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি মূলহোতা জিয়া উদ্দিন বাবলুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।