ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

লালমোহনে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  তারা আপন খালাতো ভাই।  সোমবার দুপুরে লালমোহন উপজেলার ফুলবাগিছা গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েত (৬), আনিচল হক মিয়ার ছেলে শহিদুল (৮)।  তারা ফুলবাগিছা বাজারে বেসরকারি ত্রকাডেমিতে পড়তো। জোনায়েত দ্বিতীয় ও শহিদুল তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। 

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জোনায়েত ও শহিদুল নানা বাড়িতে ছিল। তারা দুপুরে পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা পুকুরে ডুবে যায়। স্থানীয়রা গোসল করতে গেলে তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। তখনই উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জাকিয়া সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুইটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের পেটে প্রচুর পানি ছিল।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, নিহত শিশু দুটির পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।