ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

তজুমদ্দিনে খামারে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০২:৫২ পিএম
চর কোড়ালমাড়া বেড়িবাঁধ এলাকার রূপসা মৎস্য খামার। ছবি: রূপালী বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড চর কোড়ালমাড়া বেড়িবাঁধ এলাকায় পূর্বশত্রুতার জেরে রূপসা মৎস্য খামারে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর রাতে শম্ভুপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড চর কোড়ালমাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখে যায়, মৎস্যচাষি মো. মুসলিম গত বছর তার বাড়ির পাশে ৫০ শতাংশ জমিতে একটি মৎস্য খামার করেন। দীর্ঘদিন ধরে ওই খামারে মাছচাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন তিনি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষতি করতে না পেরে গেল রাতে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে তারা। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে।

মৎস্যচাষি মো. মুসলিম বলেন, গত বছর ধার-দেনা করে একটি মাছের খামার খনন করি। সে খামারে মাছচাষ করে কোনোরকম সংসার চালাচ্ছি। খামার করার পর থেকে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে আমার ক্ষতি করে আসছে। মঙ্গলবার ভোর রাতে তারা আমার খামারে বিষ দিয়েছে।

এতে আমার খামারে থাকা প্রায় ১০ লাখ টাকার মাছ মারা যায়। ঋণের টাকা নিয়ে মাছচাষ করেছি। এখন আমার কী হবে আমি নিজেও জানি না।

প্রতিবেশী মো. ফরহাদ বলেন, মুসলিম ভাই মাছচাষ করেই জীবিকা নির্বাহ করেন। কে বা কারা রাতের আঁধারে তার খামারে বিষ প্রয়োগ করেছে। তার খামারে থাকা বেশির ভাগ মাছই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত খান বলেন, প্রাথমিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।