বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাঙামাটিতে পাহাড়ি-বাঙালিদের মেলবন্ধনে উদযাপিত হয়েছে পয়লা বৈশাখ। এ উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পাহাড়ি-বাঙালি সবাই তাদের সংস্কৃতির নানান প্রতিকৃতি, ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রমুখ র্যালিতে অংশ নেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের শহীদ আব্দুল আলী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। এরপর কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অন্যদিকে, রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালতলীস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :