টাঙ্গাইলের কালিহাতীতে বই দেখে এসএসসি পরীক্ষা দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে ভাইরাল হওয়া পরীক্ষা কেন্দ্রটি হচ্ছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ।
তথ্য নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১০) এপ্রিল সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
ঐদিন তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের পরীক্ষার হলে বই দেখে পরীক্ষা দেয়ার ঘটনা ঘটে।
আরও জানা যায়, উক্ত পরীক্ষা কেন্দ্রে অন্য প্রতিষ্ঠানের শিক্ষকরা হল পরিদর্শনে ডিউটিতে থাকার কথা থাকলেও সেটা করা হয়নি।
এই প্রতিষ্ঠানের শিক্ষকরাই হল পরিদর্শনে দায়িত্ব পালন করেছেন।
আপনার মতামত লিখুন :