যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুরাতন কৃষ্ণচূড়া গাছের একটি ডাল চলন্ত ট্রাকের ওপর ভেঙে পড়েছে।
এ সময় ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকের ড্রাইভার ও এক ভ্যানচালক আহত হয়েছেন।
জানা গেছে, যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন বাজারের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছের বড় একটি ডাল হঠাৎ চলন্ত ট্রাকের ওপর ভেঙে পড়ে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাস্তার দু’দিকে বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে নাভারন হাইওয়ে থানার পুলিশ এবং বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের ওপর থেকে ডালটি সরিয়ে নেন।
নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ওপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল ফায়ার সার্ভিসের সদস্যরা সরিয়ে ফেলেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক। আহত দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।