ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ওয়ান শুটারগানসহ কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৮:৪০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে দেশীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ওই ইউপি চেয়ারম্যানের বাড়িতে ইন্সপেক্টর শেখ আওয়াল কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় চেয়ারম্যান জাহিদকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্যমতে, বাড়ির সিড়ির নিচ থেকে দেশীয় তৈরি একনলা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুটারগানটি  শপিং ব্যাগে রুমাল দিয়ে পেচিয়ে তারপর বস্তার ভেতর রেখেছিলেন জাহিদ।  

জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। 

এ বিষয়ে এসআই (নি.) ইসরাফিল হোসেন বলেন, মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ অস্ত্রসহ তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে।