লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপিকর্মী সাইজ উদ্দিন দেওয়ান হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক গাজীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু।
এর আগে সোমবার (১৪ এপ্রিল) অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যা মামলায় ৩নম্বর এজাহারভুক্ত আসামি।
ফারুক গাজী রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের এবাদ উল্লাহ গাজীর ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া তিনি বিএনপি নেতা ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত।
জানা যায়, গত ৭ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের বেড়িবাঁধ ও বাবুরহাট এলাকায় কৃষকদল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে সাইজ উদ্দিন দেওয়ান (৪৫) নামের একজন বিএনপিকর্মী নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। পরে বিএনপিকর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ানের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ফারুক গাজী ৩নম্বর আসামি। এর আগে চট্টগ্রাম থেকে এজাহাভুক্ত আরেক আসামি জলিল দর্জিকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১১ নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপিকর্মী সাইজ উদ্দিন দেওয়ান হত্যা মামলার আসামি ফারুক গাজীকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :