ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ১০:১০ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ‘রহমান ম্যানসন’ নামের একটি ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। ক্ষয়ক্ষতি ও আগুনের উৎস পরবর্তীতে জানানো হবে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।