শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে জেলার পুলিশ লাইনের পার্শ্ববর্তী ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত মার্চ থেকে দিনাজপুরে ভগ্নিপতির বাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন। আটকের পর কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয় তাকে।
বুধবার (১৬ এপ্রিল) তাকে গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
গত জাতীয় নির্বাচনে শাহ সারোয়ার কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।