শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৫:৩৩ পিএম

রাঙামাটিতে জলকেলির মধ্যে দিয়ে শেষ হলো বৈসাবি উৎসব

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৫:৩৩ পিএম

রাঙামাটিতে জলকেলির মধ্যে দিয়ে শেষ হলো বৈসাবি উৎসব

রাঙামাটিতে বৈসাবি উৎসবের শেষ দিনে জলকেলিতে মেতেছেন মারমা সম্প্রদায়ের মানুষ। ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসবের মধ্য দিয়ে শেষ হলো বছরের সবচেয়ে বড় এই সামাজিক উৎসব বৈসাবি।

বুধবার (১৬ এপ্রিল) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবে অংশ নেন হাজারো মারমা সম্প্রদায়ের পাহাড়ি শিশু-কিশোর। সাংগ্রাই গানের তালে তালে একে অপরকে পানি ছিটিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে।

পুরাতন বছরের গ্লানি ও দুঃখ দূর করে আনন্দে ভেসে যায় পুরো মাঠ। ছোট ছোট পাত্রে রাখা পানি ছিটিয়ে তরুণ-তরুণীরা উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। জনশ্রুতি রয়েছে—এই উৎসবের মধ্য দিয়েই অনেকেই বেছে নেন তাদের প্রিয় মানুষকে।

মারমা ভাষায় এই উৎসবকে বলা হয় ‘সাংগ্রাই রিলাং পোয়ে’—অর্থাৎ মৈত্রী জল বর্ষণের উৎসব। ছোট ছোট পাত্রে রাখা জল থেকে দলবেঁধে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে শুভেচ্ছা জানান, খুঁজে নেন আপনজন, ভালোবাসার সঙ্গী। উৎসবের মূল বার্তাই হলো বন্ধুত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা।

বর্ণিল পোশাক আর হাস্যোজ্জ্বল মুখে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আয়োজন হয় সাংস্কৃতিক পরিবেশনা, মঞ্চে পরিবেশিত হয় মনোমুগ্ধকর নৃত্য ও গান। দিনভর চলেছে আনন্দমুখর পরিবেশে পানির উৎসব।

অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় প্রার্থনা ও মঙ্গলাচরণ শেষে কেক কেটে ও মারমা সম্প্রদায়ের মং বাজিয়ে জলকেলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম মাহমুদুল হাসান সোহান। সভাপতিত্ব করেন মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর সভাপতি বাবু মংসুইপ্রু মারমা।

উৎসবে অংশ নেওয়া তরুণ-তরুণীরা বলছেন, শুধু একটি জলকেলি নয়—এটি আমাদের সংস্কৃতির গভীরতম বন্ধনকে স্মরণ করিয়ে দেয়। ভালোবাসা, সম্মান আর ঐতিহ্যের মিলনমেলা হয়ে ওঠে এই দিনটি।

জল উৎসব অনুষ্ঠানে সাংগ্রাইং উদযাপন কমিটির সভাপতি মংসুইপ্রু মারমার সভাপ‌তি‌ত্বে, বিশেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস্ জোন কমান্ডার, ওয়াগ্‌গাছড়া জোন, লেঃ কর্ণেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী এসইউপি, পিএসসি, লেঃ কর্ণেল এসএম মাহমুদুল হাসান সোহাগ পিএসসি জোন কমান্ডার, কাপ্তাই জোন, মেজর মোঃ আসফিকুর রহমান জিএসও-২ (ইন্ট) রাঙামাটি রিজিয়ন, ক্যসুইথুই চৌধুরী হেডম্যান ৩২০নং কাকরাছড়ি মৌজাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আগামী ১৯ এপ্রিল রাঙামাটির মারী স্টোডিয়ামে জলকেলির মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাহাড়ি জনপদের পঞ্চদশ দিনের সাংগ্রাই উৎসব। এই উৎসব শুধু আনন্দের নয়, এটি পাহাড়ি সংস্কৃতি, ঐতিহ্য আর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব প্রতীক।

আরবি/আরএইচ

Link copied!