গোপালগঞ্জের কোটালীপাড়া সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে এ অভিযান চালায় দুদক।
দলটি প্রথমে গোপনে খোঁজখবর নেয়। পরে তদন্ত করে দেখে ওই অফিসে নানা অনিয়ম-দুর্নীতি রয়েছে। গ্রাহকদের কাছ থেকে নকল উত্তোলন ও দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ দাবিসহ বিভিন্ন ক্ষেত্রে জমির দাতা ও গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়।
এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সাব-রেজিস্টারকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে দুদুকের কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযান পরিচালনার সময় দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল ও ডিএডি আফসার উদ্দিন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :