ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৬:৩৭ পিএম
হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন। ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারে হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ দুর্নীতি, শিক্ষক ও ছাত্রীদের নির্যাতনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে প্রেসক্লাব প্রাঙ্গণে তাকে অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, ছাত্রী ও অভিভাবকরা। 

বুধবার (১৬  এপ্রিল) দুপরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রীরা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে অবস্থান করেন। পরে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক ও ছাত্রীরা। 

এদিকে, ওই প্রধান শিক্ষক রাশেদা বেগমের অপসারণের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ফেসবুকে পোস্ট দিয়ে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, প্রবাসী, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তার ‘অনিয়মের’ প্রতিবাদ জানাচ্ছেন।