ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৭:৫২ পিএম
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে শুক্কুর আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) উপজেলার তুমলিয়া ইউনিয়নের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শুক্কুর আলী কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড়নগর গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজের সুবাদে শ্বশুরবাড়ি মানিকপুর এলাকায় ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, দুপুরের দিকে শুক্কুর আলী ফসলের মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে মাঠে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।