ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

চিত্রশিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৮:৫০ এএম
আগুনে পুড়ে যাওয়া একটি টিনশেড পাকা ঘর। ছবি : সংগৃহীত

 চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদের ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। এরই মধ্যে ৩ আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে যায় একটি টিনশেড পাকা ঘর, আসবাবপত্র, অন্যান্য মালামাল এবং একটি মোটরসাইকেল। তবে কেউ হতাহত হয়নি।

ভুক্তভোগীদের ধারণা, পহেলা বৈশাখে চারুকলার আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচারের মোটিফ বানানোর দায়েই ঘরে অগ্নিসংযোগ করা হয়।

এদিকে, মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, পতিত স্বৈরাচার বা অন্য কোনো মোটিফ নয়। এ বিষয়ে নিরাপত্তাহীনতার শঙ্কায় সরকারের পদক্ষেপ চেয়েছেন তিনি।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, ‘আমি এই শোভাযাত্রার জন্য ২০০৪ সাল থেকে এক ধরনের সামাজিক কাজ হিসেবে কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমি এই বছর একটি বাঘের মোটিফ তৈরি করেছি।’

হামলার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। কিছুদিন ধরে বিতাড়িত আওয়ামী লীগ মানবেন্দ্র ঘোষের ওপর আক্রমণে উসকানি দিচ্ছিল বলে জানান তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার কথা জানানো হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আমরা যৌথভাবে কাজ করছি। আশা করি, খুব দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব।’

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে উঠে আসবে কারা এ ঘটনার জন্য দায়ী এবং এই অগ্নিকাণ্ডের জন্য কী প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল। এগুলো বের হয়ে আসলে আমাদের পরবর্তী প্রক্রিয়া গঠন করা সহজ হবে।’

এদিকে শিল্পী মানবেন্দ্র ঘোষের ফোন নম্বর, নাম ঠিকানা প্রকাশ করে তার ওপর হামলার উসকানি দেন আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত নিঝুম মজুমদার। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে পোস্ট করেন তিনি।