হালদা নদীতে পড়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার সীমান্তবর্তী সিদ্ধাশ্রম ঘাট এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নুরুদ্দিন মঞ্জু (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নাজিরহাট পৌরসভাধীন সুয়াবিল এলাকা থেকে একটি অনুষ্ঠানে যোগদান শেষে দুই বন্ধু তাজ উদ্দিন ও নুরু উদ্দিন মোটরসাইকেলযোগে হালদা নদীর ওপর নির্মিত অস্থায়ী কাঠের সেতু পার হতে গিয়ে মোটরসাইকেলসহ হালদা নদীতে পড়ে যান।
স্থানীয়রা তাজ উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করলেও নুরু উদ্দিন নিখোঁজ ছিলেন। পরে নদীতে দীর্ঘ ৭ ঘণ্টা খোঁজাখুঁজির পর রাত আড়াইটার দিকে কাঠের সেতুর নিচ থেকে নিখোঁজ মঞ্জুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
ভূজপুর থানার ওসি মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালদায় নিখোঁজ যুবকের মরদেহ দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা উদ্ধার করেছেন।