ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সখীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ১২:২৫ পিএম
ধানখেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ। ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে ধানখেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোনারচালা এলাকার বাড়ির পাশের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিনা ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সাথে কথা বলতে ঘরের বাইরে বের হন। এরপর দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে ভোরে বাড়ির পাশে ধানখেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোশারফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান।