শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বরিশাল ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৫:২২ পিএম

বরিশালে সেনা সদস্যকে মারধর, গ্রেপ্তার ৫

বরিশাল ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৫:২২ পিএম

বরিশালে সেনা সদস্যকে মারধর, গ্রেপ্তার ৫

ছবি : সংগৃহীত

বরিশালে নদীর তীরে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন সোহানুর রহমান সিফাত নামে সেনাবাহিনীর এক সদস্য।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে কথা-কাটাকাটির জেরে স্টেডিয়াম কলোনীর পেছনে ত্রিশগোডাউন এলাকায় ৮/১০ জন যুবক তাদের দুটি মোটরসাইকেল আটকে মারধর করেন। এ সময় একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে বাপ্পি নামের একজন তার বাসার সামনে আটকে রাখেন।

কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে, সাদা পোশাকধারী সেনা সদস্য এবং তার বন্ধুকে মারধরের ঘটনায় বুধবার অন্তত ৫ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি সেনা সদস্য সিফাতের মামলায় নামধারী ৫ জনসহ মোট ১০ জনকে অভিযুক্ত করা হয়। আটক ৫ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ করেন।

পুলিশ কর্মকর্তা এজাহারের বরাত দিয়ে জানান, ১৫ এপ্রিল রাতে সেনা সদস্য সিফাত (২২) তার দুই বন্ধুকে নিয়ে দুটি মোটরসাইকেলযোগে মোট তিনজন শহরের ১১ নম্বর ওয়ার্ডের ত্রিশগোডাউন এলাকার বশিরের সিঙ্গারা পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই হর্ন বাজানোকে কেন্দ্র করে স্টেডিয়াম কলোনীর ‘ত্রাস’ আল-আমিন বাহিনীর সাথে তর্কাতর্কি হয়।

এর একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই শাহাদত হোসেন বাপ্পির নেতৃত্বে ৮/১০ জন তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরেন। পরে এলোপাতাড়ি পিটুনি শুরু করেন। এতে সেনা সদস্যসহ তার দুই বন্ধু আহত হলে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর সেনাবাহিনী স্টেডিয়াম কলোনীতে অভিযান চালিয়ে আল-আমিন বাহিনীর অন্যতম সদস্য রিপন আকন (১৯), শাহাদাত হোসেন বাপ্পি, রিপন হাওলাদার (৪৭), আরাফাত হাওলাদার (২৮) এবং সজিব হাওলাদারকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। সেনা সদস্যের মামলায় তাদের ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়ে দেন।

বরিশাল মহানগরের কোতয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘সেনা সদস্যকে মারধরের মামলায় এখনো ৫ অভিযুক্ত পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করতে তদন্তকারী কর্মকর্তা কাজ শুরু করেছেন।’
 

আরবি/এসআই

Link copied!