পুলিশের ‘ওপেন হাউস ডে-২৫’ অনুষ্ঠানে অতিথির আসনে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামী লীগ নেতা ও আমজানখোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) রাতে তাকে আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। পরে তাকে বালিয়াডাঙ্গী থানায় করা একটি রাজনৈতিক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার।
গ্রেপ্তার শামসুল হক উপজেলার আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং আমজানখোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার দুই ছেলে বকুল ও নাসিরুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি।
এর আগে বুধবার আমজানখোর ইউনিয়ন পরিষদ চত্বরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে অতিথির আসনে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন আওয়ামী লীগের এ নেতা। এরপর সমালোচনার মুখে তাকে আটক করে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, তার বিরুদ্ধে সীমান্তে সাম্প্রদায়িক উসকানি দিয়ে দাঙ্গা তৈরির অভিযোগ রয়েছে। এ ছাড়া কয়েকটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি তিনি।