ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কুলিয়ারচরে বিএসটিআইয়ের অভিযানে ছয় প্রতিষ্ঠানে নির্দেশনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৮:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

অভিযানকালে উপজেলার বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানে পণ্যের মান, মোড়ক এবং লাইসেন্স-সংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে যাচাই করা হয়। অভিযানে অংশ নেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ।

অভিযানে ছয়সূতী, দ্বাড়িয়াকান্দি, আগরপুর ও জাফরাবাদ এলাকার মোট ছয়টি প্রতিষ্ঠানে বিভিন্ন নির্দেশনা ও সুপারিশ প্রদান করা হয়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেসার্স ব্রাদার্স এগ্রো ইন্ডাস্ট্রিজ, মেসার্স আনোয়ার ট্রেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার, আশীর্বাদ মিষ্টান্ন ভাণ্ডার, হারুন মিষ্টান্ন ভাণ্ডার, তুহা তানুর ফুড অ্যান্ড কনফেকশনারি, মানিক ফুড প্রোডাক্টস এবং নাহার ফারমার্স ফিলিং স্টেশন লিমিটেড।

বিএসটিআই জানায়, এসব প্রতিষ্ঠানকে পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ, মোড়ক সংশোধন, মোড়কজাত নিবন্ধন সনদ সংগ্রহ এবং উৎপাদন পরিবেশ উন্নয়নের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, একটি ফিলিং স্টেশনের ডিসপেন্সিং ইউনিট যাচাই করে নির্ভুলতা পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হয়। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।