ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানি রাষ্ট্রদূত

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৮:৪৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি কক্সবাজারের উখিয়ায় অবস্থিত হাকিমপাড়া ক্যাম্প ১৪-এর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেন।

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) পরিচালিত এ স্বাস্থ্যকেন্দ্র রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য কার্যকর ও জীবন রক্ষাকারী সেবা প্রদান করে আসছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাষ্ট্রদূত ক্যাম্পে স্বাস্থ্যসেবার মান, পরিকাঠামো এবং জাপান দূতাবাসের সহায়তায় সরবরাহকৃত চিকিৎসা সরঞ্জামের ব্যবহার সরেজমিনে পর্যবেক্ষণ করেন। 

এ সময় তিনি রোহিঙ্গা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং চলমান সেবার প্রতি সন্তোষ প্রকাশ করেন।

২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে সিআইএস ও ডিসিএইচটি যৌথভাবে হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পে স্বাস্থ্যসেবা, মা ও শিশুর যত্ন, পুষ্টিকর খাবার বিতরণ এবং জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এখন পর্যন্ত এ উদ্যোগের মাধ্যমে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা ও স্থানীয় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প ১৪-তে পরিচালিত এ স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং জাপান দূতাবাস ও জাপান প্ল্যাটফর্মের সহায়তায়। এটি বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি মানবিক সহায়তা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

ক্যাম্প পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন, জাপান দূতাবাসের প্রথম সচিব ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজু, দ্বিতীয় সচিব মাকিগুচি ইয়াসুয়ুকি, সিআইএস’র নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য ডা. ওমর শরীফ ইবনে হাসান, প্রোগ্রাম সমন্বয়কারী হাসি চাকমা প্রমুখ।

রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, সিআইএস ও ডিসিএইচটি যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এ কার্যক্রম পরিচালনা করছে, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। জাপান সরকার ভবিষ্যতেও এমন মানবিক প্রয়াসে পাশে থাকবে।