বরিশালে চোর সন্দেহে সাগর মোল্লা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি গৌরনদী উপজেলার সালতা গ্রামের। নিহত সাগর উপজেলার ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে।
নিহতের পিতা সিরাজ মোল্লা অভিযোগ করে বলেন, আমরা কর্মের সুবাদে মাদারীপুরে থাকি। গত ১৪ এপ্রিল (রোববার) রাতে আমাদের গ্রামের বাড়ি ডুমুরিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাগর। পথিমধ্যে সালতা গ্রাম দিয়ে যাওয়ার সময় ওই গ্রামের আসিফ খান, আল আমিন মোল্লাসহ কমপক্ষে ২০ জন চোর সন্দেহে সাগরকে পিটিয়ে গুরুতর আহত করে।
তিনি বলেন, পরে সাগরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে মারা যায় সাগর। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল (রোববার) রাত ১টার দিকে উপজেলার সালতা গ্রামের মজিবর খানের ছেলে আসিফ খানের বাড়িতে প্রবেশ করেন সাগর। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা সাগরকে গণপিটুনি দেন। পরে রাত সাড়ে তিনটার দিকে গৌরনদী উপজেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যায়।
গৌরনদী থানার ওসি ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :