বরগুনার তালতলী উপজেলায় ক্যানসারের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। নিহত ওই নারী দীর্ঘদিন লিভার ক্যানসারে ভুগছিলেন।
নিহত নারীর নাম আমেনা বেগম। তিনি তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলা পাড়া গ্রামের হাবিল শিকদারের স্ত্রী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
শারিকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক জানান, নিহত নারী গত তিন বছর ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন। কোনো ওষুধে তার ব্যথার তীব্রতা না কমায় দু’দিন আগে আমেনা বেগম বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।
তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল শেষে তালতলী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।