ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মেঘনা সেতুতে উল্টে গেছে ট্রাক, তীব্র যানজট

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৯:৩৩ এএম
শুক্রবার ভোরে মেঘনা সেতুর ওপর ট্রাক উল্টে পড়ে : ছবি রূপালী বাংলাদেশ

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর মালবাহী ট্রাক উল্টে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

১৮ এপ্রিল শুক্রবার ভোর ৫ টার দিকে মেঘনা সেতুর ওপর এ দূর্ঘটনা ঘটে।  

মেঘনা সেতুর ওপর মালবাহী ট্রাকের চাকা খুলে যায় এবং ট্রাকটি উল্টে পড়ে। এ সময় গাড়িতে থাকা রড রাস্তায় পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এতে করে নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা টোল প্লাজা থেকে গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

ঘটনার দেড় ঘন্টা পর প্রায় সাড়ে ৭ টার দিকে রেকার এনে সেতুর ওপর উল্টে যাওয়া ট্রাকটি মহাসড়ক থেকে সরানো হয়।  

পরে ঢাকা=চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের যান চলাচল স্বাভাবিক হয়।


এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, শুক্রবার ভোরে মেঘনা সেতুতে একটি ট্রাক চাকা নষ্ট হয়ে উল্টে গেলে কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে রেকার গাড়ি পাঠানোর পর মহাসড়ক থেকে ট্রাকটি অপসারণ করা হয়।