কক্সবাজারের চকরিয়ার দুলাহাজারা বাজার এলাকা থেকে আবু ছৈয়দ নামের এক চিংড়ি ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পুলিশের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) এ ঘটনা ঘটে।
ঘটনার পর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী রোমেনা আক্তার।
তিনি জানান, তার স্বামী আবু ছৈয়দ একজন চিংড়ি ব্যবসায়ী। বুধবার মাছ নিয়ে আসার সময় স্থানীয় নোমান ডাকাতের নেতৃত্বে রাস্তায় ব্যারিকেড দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তার ওপর শারীরিক নির্যাতন চালায়।
এ সময় তার সঙ্গে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেন। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। আবু ছৈয়দকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনার সঙ্গে সঙ্গে আমরা ফোর্স পাঠিয়েছি। আবু ছৈয়দকে উদ্ধার করা হয়েছে। মাছের ঘোনা নিয়ে তাদের বিরোধ থাকতে পারে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এটা অপহরণ নাকি পূর্ববিরোধ থেকে হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।
আপনার মতামত লিখুন :