কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোমানা আফরোজ রিয়া নামের (১৬) এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পরীক্ষার্থী রোমানা আফরোজ রিয়া ওই এলাকার আব্দুর রবের মেয়ে। এবারের এসএসসি পরীক্ষায় গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় দিয়ে রিয়া বাসায় ফিরে। পরীক্ষা ভালো না হওয়ায় তার মন খারাপ ছিল।
বাড়িতে ফেরার পর থেকেই সে হতাশায় ভুগছিল এবং নিজের শোবার ঘরে চুপচাপ বসে ছিল। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ দেখতে পায়।
পরে মেয়েকে ডাকলে কোন সাড়াশব্দ না পাওয়া দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে দেখতে পান ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় মেয়ের নিথর দেহ ঝুলছে।
তার মায়ের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে পরীক্ষা খারাপ হওয়ার কারণে বাবা মায়ের একমাত্র মেয়ে রিয়া আত্মহত্যা করেছে। ’
কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।’