ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ও আহত হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার গোয়ারী দারুসুন্নাহ দাখিল মাদরাসার সামনে ভালুকা-গফরগাঁও দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পূর্বভালুকা মন্ডল পাড়ার মো. আজগর আলী ওরফে ইন্তার ছেলে পূর্বভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. লাল মিয়া (৩২) ও তার মামী ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সূর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৪৮)।
আহতরা হলেন-নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৫), লাল মিয়ার অপর মামী জোৎস্না আরা (৬৫) ও সিএনজি চালক রোমান মিয়া (৪২)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভালুকাগামী একটি হাইস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ও ৪ যাত্রী এবং মাইক্রোবাসচালক গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত ডাক্তার লাল মিয়াকে মৃত ঘোষণা করেন।
পরে আহত অন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রোকেয়া আক্তার মারা যান।
পরিবার সূত্রে জানা যায়, লাল মিয়া তার এক অসুস্থ খালাকে দেখার জন্যে স্ত্রী ও দুই মামিকে নিয়ে সিএনজিতে করে পাশের শ্রীপুরে যাচ্ছিলেন।
ভালুকা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :