অর্থ বা স্বার্থের বিনিময়ে কমিটিতে বিতর্কিতদের নাম অন্তর্ভুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাইকগাছা কয়রার সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত মোল্লা খায়রুল ইসলাম।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে পাইকগাছায় উপজেলা বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খায়রুল ইসলাম বলেন, ‘ইউনিয়নসহ সকল পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে কোনোভাবেই আমার লোক, অর্থ বা স্বার্থের বিনিময়ে কমিটিতে বিতর্কিতদের নাম অন্তর্ভুক্ত করা যাবেনা। এর কোন প্রকার ব্যত্যয় ঘটলে সেখানে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
সভায় পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ সভাপতিত্বে ও সদস্যসচিব এসএম ইমদাদুল হকের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পাইকগাছা-কয়রার সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত এনামুল হক সজল, সদস্য মো. সুলতান মাহমুদ প্রমুখ।
এ সময় উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া এক সপ্তার মধ্য শুরু করার তাগিদ দেন।
আপনার মতামত লিখুন :