ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মার্চ ফর ড. ইউনূস

আগে সংস্কার, তারপর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৭:৫৪ পিএম
সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল করছেন নারায়ণগঞ্জবাসী। ছবি: রূপালী বাংলাদেশ

‘মাচ ফর ড. ইউনূস’ আগে সংস্কার, তারপর নির্বাচন, এই দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এখন দেশের অধিকাংশ মানুষই নির্বাচন চায় না। তারা চায় আগে সংবিধান ঠিক হোক। আপনারা জনগণের মতামত নেন, একটা গণপরিষদ নির্বাচন করে দেখেন, অধিকাংশ মানুষই এবার ভোটের বিপক্ষে।

আমরা নারায়ণগঞ্জ থেকে সর্বপ্রথম আওয়াজ উঠিয়েছি। এখন এই আওয়াজ বাকি ৬৩ জেলায় গিয়ে জড়ো হবে। খুনি হাসিনার বিচার আর দেশ সংস্কার এর আগে কোনো নির্বাচন হবে না।

বক্তারা আরও বলেন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। খুনি হাসিনাই আমাদের ভয় দেখাতে পারেনি, এখন যদি কেউ আবারও আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করে তাদের উচিত ২৪ থেকে শিক্ষা নেয়া। পৃথিবীতে সাদা-কালো, ধনী-গরিব, দেশি-বিদেশি এগুলা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে পৃথিবীতে দুই ধরনের লোক থাকে উইনার এন্ড লুজার। ড. ইউনূস ইউ উইল বি দা উইনার ইফ ইউ মেক এভরি লুজার টার্ন ইন্টু ওইনার।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- মো. আলিফ দেওয়ান, রবিউল ইসলাম রবিন, আল আমিন বিন আরশাদ আলী, ফাহিম খন্দকার অনিক ও রাব্বী ইসলাম নিলয়সহ আরও অনেকে।

এর আগে, একই দাবিতে গত ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।