যশোরে আফিল লেয়ার ফার্মের একটি শেডে আগুন লেগেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ৫০ হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি অটোমেটিক মেশিন নষ্ট হয়ে গেছে।
কর্তৃপক্ষের দাবি, আগুনে ২০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু জানান, যশোর সদর উপজেলার রুপদিয়ার ঘোড়াগাছি এলাকায় একশ বিঘা জমির ওপর আফিল লেয়ার ফার্ম রয়েছে।
১৭টি শেডের মধ্যে একটি শেডে শুক্রবার দুপুরে হঠাৎ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই শেডে থাকা ৫০ হাজার মুরগি পুড়ে ছাই হওয়াসহ কয়েকটি মেশিন আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।
তিনি আরও বলেন, এটি ইনভারমেন্ট কন্ট্রোল ফার্ম। সবকটি শেডে অটোমেটিক মেশিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাপনিয়ন্ত্রণ মেশিনসহ সবকটি মেশিন আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে ২০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
যশোর ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মামুনুর রশিদ জানান, বৈদুত্যিক শটসার্কিটের কারণে আফিল লেয়ার ফার্মের একটি শেডের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে শেডে থাকা মুরগি মারা যাওয়াসহ মুরগিসহ সব মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে কর্তৃপক্ষের ১৮ থেকে ২০ কোটি টাকার ক্ষতি হতে পারে।