শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৯:২১ পিএম

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার আকরাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৯:২১ পিএম

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার আকরাম

নিহত মোহাম্মদ আকরাম হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আকরাম হোসেন (২৫) নামে এক যুবক রাশিয়ার রুশ সেনাবাহিনীর হয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) এক সহযোদ্ধার ফোনে মৃত্যুর খবর পৌঁছালে তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

পরিবার সুত্রে জানা যায়, ওয়েল্ডিং-এর কাজ শিখে পরিবারের হাল ধরতে প্রায় ১১মাস আগে রাশিয়া পাড়ি জমান আশুগঞ্জ উপজেলার লালপুর হোসেনপুর গ্রামের মোরশেদ মিয়ার ছেলে মোহাম্মদ আকরাম। তিন ভাই ও দুই বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়।

রাশিয়ায় যাওয়ার পর একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করেছেন প্রথম ৮ মাস । যদিও বেতন  তেমন বেশি ছিল না, তবে তার উপার্জনে পরিবারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করে।

এরপর প্রায় আড়াই মাস আগে আকরাম এক দালালের প্রলোভনে পড়ে চুক্তি ভিত্তিকভাবে রুশ সেনাবাহিনীতে যোগ দেন। পরিবার থেকে নিষেধ করা হলেও আকরাম জানিয়েছিলেন, ফিরে আসার আর কোনো সুযোগ নেই। এবং আকরাম তার বাবাকে জানিয়েছিলেন, রাশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে ইতোমধ্যে চার লাখ টাকা জমা হয়েছে।

আকরামের মা মোবিনা বেগম জানান, যুদ্ধ চলাকালিন ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো। তবে গত ১৩ এপ্রিল থেকে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ায় অবস্থানরত আত্মীয় স্বজন ও পরিচিতরাও তার খোঁজ পাচ্ছেন না।

শুক্রবার এক সহযোদ্ধা ফোন করে জানান, ইউক্রেন সেনাবাহিনীর মিসাইল হামলায় আকরাম নিহত হয়েছেন।

আকরামের মৃত্যুর খবরে আশুগঞ্জ উপজেলার লালপুর হোসেনপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া।

নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও ক্ষতিপূরণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন আকরামের পরিবার।

আরবি/জেডআর

Link copied!