নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের দিন পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় আসামি জুবায়ের আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুবায়ের আহমেদ বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার জুয়েল মিয়ার ছেলে। আর নিহত পাভেল ফতুল্লার কাশিপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে র্যাব-১১-এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্মকর্তা গোলাম মোর্শেদ জানান, গত ৩১ মার্চ ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে কবুতর নিয়ে তর্কের জেরে পাভেল নামের এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা নূরী বেগম বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, এই ঘটনার প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামি জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামি পাভেল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :