ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

পুবাইলে ট্রেন থামিয়ে মানববন্ধন

পুবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১০:০৫ পিএম
ট্রেন থামিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর পুবাইল রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে "নরসিংদী কমিউটার" ট্রেন থামিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে পূবাইলের স্থানীয় লোকজন লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে মানববন্ধন শুরু করেন। এ সময় নরসিংদী কমিউটার-১ ট্রেন থামিয়ে দাবি জানান।

স্থানীয়রা জানান, পুবাইল রেলওয়ে স্টেশন ঢাকা বিভাগের গাজীপুর সিটি কর্পোরেশনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে প্রতিদিন শতশত যাত্রী ঢাকায় অফিসসহ নানা কাজে যাতায়াত করেন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি কমিউটার ট্রেনের যাত্রাবিরতি।

আশাকরি কর্তৃপক্ষ দ্রুত আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেবেন। তাই আজ আমরা এখানে অবস্থান নিয়ে স্টেশন মাস্টারকে ট্রেন থামানোর কথা জানাই।

এ সময় কর্তৃপক্ষের উদ্দেশ্যে তারা বলেন, দ্রুত এর ব্যবস্থা না নিলে আগামীতে শিক্ষার্থী ও পুবাইলের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আরও বড় পরিসরে কর্মসূচি পালন করবো এবং যতদিন পর্যন্ত স্টেশনে যাত্রাবিরতির ঘোষণা দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে বলে জানান।

পুবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মো. মুসা বলেন, মানববন্ধনের বিষয়ে আমি জানতাম না তারাও আমাকে কিছু বলেনি। সকালে তারা আসছে আমি বলেছি ট্রেন থামানোর কোনো নিয়ম নেই আপনারা নিয়ম অনুযায়ী মানববন্ধন করেন।

এ রকম মানববন্ধন দেশের বিভিন্ন যায়গায় হয়েছে। সকালে সামনে তিতাস ট্রেন থাকাতে নরসিংদী কমিউটার ট্রেনটি ১৫ মিনিটের জন্য থেমেছে।

তবে আমি তাদের শুনিয়েছি তাদের জন্য ট্রেন থামানো হয়েছে। কর্মসূচির বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি ওখান থেকে কোনো নির্দেশনা আসলে পরবর্তীতে জানাতে পারব।