ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সীতাকুণ্ডে স্বামীর হাতে স্ত্রী খুন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১০:৪৭ পিএম
ঘাতক স্বামী মাহমুদুল হক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যে রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চাড়ালকান্দি এলাকার কাজী শহীদুল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার মধ্যে রাতের দিকে স্ত্রী সীমা আক্তারের সাথে কলহের এক পর্যায়ে ছুড়িকাঘাত করেন স্বামী মাহমুদুল হক (২২)। এ সময় সীমার অবস্থা আশঙ্কাজনক দেখে মাহমুদুল পালিয়ে যান। পাশের বাসায় থাকা সীমার পরিবারের লোকজন এসে দেখতে পান ছুরিকাহত সীমা উঠানে পড়ে আছে। তখনও সীমার পেটে ছুরি ঢুকানো।

পরে তাকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীমা আক্তার। তার গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলার দীর্ঘাপাড় এলাকায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের ময়নাতদন্তের কাজ চলছে। তদন্ত শেষে দাফন করা হবে বলে জানা গেছে।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় সীমার স্বামী মাহমুদুল হককে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সীমার পরিবার সূত্রে জানা গেছে।

ঘাতক মাহমুদুল হকের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামের। তিনি জিপিএইচ কারখানায় চাকরির সুবাদে স্ত্রী সীমা আক্তারসহ চাড়ালকান্দি এলাকায় ভাড়া থাকতেন। মাত্র মাসখানেক আগে তারা বাসাটি ভাড়া নেন। দেড় বছর আগে তাদের বিয়ে হয়।

এর মধ্যে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে তাদের। বর্তমানে মাত্র ৩ মাস বয়স ওই কন্যা সন্তানটির। পাশাপাশি বাসায় ভাড়া থাকেন সীমার বাবা-মা ও ভাই-বোন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধরের এক পর্যায়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রক্তাক্ত হন।’

‘পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।