পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম বাবুলকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়েছে।
বাবুল মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলার মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি। বিএনপি অফিস ভাঙচুর মামলায় মুরাদিয়ার বোর্ড অফিস বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ইং সালে সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে গত ৭/১১/২৪ইং তারিখে মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :