ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বয়োজ্যেষ্ঠ সাংবাদিককে থাপ্পড় মারলেন আওয়ামীপন্থি আইনজীবী

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৪:০৭ পিএম
হবিগঞ্জ বার লাইব্রেরিতে সাংবাদিককে চড়-থাপ্পড় মারেন আওয়ামীপন্থি এক আইনজীবী। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

হবিগঞ্জ বার লাইব্রেরিতে বয়োজ্যেষ্ঠ এক সাংবাদিককে অতর্কিত চড়-থাপ্পড় মেরেছেন আওয়ামীপন্থি এক আইনজীবী।

বৃহস্পতিবার (১৯) বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

ওই সাংবাদিকের নাম আব্দুল জলিল। তিনি দৈনিক জনতার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

অভিযুক্ত আইনজীবীর নাম অ্যাডভোকেট নূরুল ইসলাম চৌধুরী। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

 

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ রূপালী বাংলাদেশের হাতে এসেছে।

ভিডিওতে দেখা গেছে, সাংবাদিক জলিল বার লাইব্রেরির ভেতরে ঢুকতেই এগিয়ে আসেন আইনজীবী নূরুল। এসেই তাকে সজোরে চড়-থাপ্পড় মারেন। এরপর ভেতরে থাকা অন্যরা ওই সাংবাদিককে জোর করে বাইরে বের করে দেন।

ঘটনাটি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের স্থানীয় সাংবাদিক সিজিল আহমেদ।

তিনি বলেন, ‘আমাকে অনেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।’

তবে এ বিষয়ে সাংবাদিক ও আইনজীবী কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।